স্টাফ রিপোটারঃ আল-আমিন: ঢাকা জেলার দোহার উপজেলায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক ও অভিভাবকদের সাথে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে মত-বিনিময় সভা, নবীন বরণ ২০২৫ এবং মেধা পুরস্কার ২০২৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম।
এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উজ্জীবিত করবে এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ককে আরও মজবুত করবে।
আপনার মতামত দিন