দোহারে যুবলীগের অবরোধ বিরোধী মিছিল

242

ফয়েজ ইমরান বিএনপির টানা ১৩১ ঘন্টা অবরোধের শেষের দিনে সন্ধায় দোহার উপজেলা যুবলীগের উদ্যোগে এক অবরোধ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। দোহার যুবলীগের সভাপতি ভিপি আলমাস উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা এই মিছিলে অংশ গ্রহন করেন।

যুবলীগ সভাপতি ভিপি আলমাস উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়নের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বিএনপি ও জামায়াত বিরোধী স্লোগান এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগান দেয়া হয়। প্রায় শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মিছিলটি দোহার উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে লটাখোলা করম আলীর মোড় হয়ে আবার উপজেলা আওয়ামী লীগের অফিসে এসে শেষ হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন জয়পাড়া বাজার সমিতির সেক্রেটারি শফি আহম্মেদ, সালাউদ্দিনসহ স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন