দোহারে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

676

ঢাকার দোহারে রুবেল (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আমীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নারিশা ইউনিয়নের শিমুলিয়া একালায় রুবেল সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করায় এলাকাবাসী রুবেলকে প্রশ্ন করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে । ফলে স্থানীয় জনগণ ঘটনা বুঝতে পাড়লে তারা রুবেলকে ধরে ফেলে।পরে তার কাছ থেকে ০৮ পিছ ইয়াবা পাওয়া যায়।

খবর পেয়ে  দোহার থানা পুলিশের এ,আস,আই নিরঞ্জন রায় রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে তাকে ভ্রম্যমান আদালতে প্রেরন করা হলে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আলামীন মাদক দ্রব্য নিয়ন্তন আইনে রুবেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

সাজাপ্রাপ্ত রুবেল ফরিদপুর জেলার মদনপুর থানার রামনগর গ্রামের নয়ন ফকিরের ছেলে।

আপনার মতামত দিন