দোহারে মহাত্মা গান্ধী

2149

দোহারে মহাত্মা গান্ধী এসেছিলেন, এই ইতিহাস আজকের প্রজন্মের বেশিরগের কাছেই অজানা। তার নামে দোহারে আছে একটি আশ্রম আর নবাবগঞ্জে আছে একটি মাঠ। ১৯৪০ সালে দোহারের মালিকান্দায় গান্ধী সেবা সংঘের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল, সেই সভায় যোগ দিতে গান্ধী ২০ ফেব্রুয়ারী মালিকান্দা পৌঁছেন। সেখানে তিনি ২৫ তারিখ পর্যন্ত অবস্থান করেন।

Gandhi at Malikanda 2

মালিকান্দায় মহাত্মা গান্ধী গ্রামঞ্চল পরিদর্শন করেন, সম্মেলনে বক্তব্য দেন ও ছনের তৈরী একটি কুঁড়ে ঘরে ‘গান্ধী আশ্রম’ গড়ে তোলেন। এই ছবিতে মালিকান্দায় একটি সেতু পার হতে দেখা যাচ্ছে গান্ধীজিকে।

Gandhi at Malikanda

মালিকান্দায় তিনি গ্রামঞ্চল পরিদর্শন করেন, সম্মেলনে বক্তব্য দেন ও ছনের তৈরী একটি কুঁড়ে ঘরে ‘গান্ধী আশ্রম’ গড়ে তোলেন। এই ছবিতে মালিকান্দায় একটি সেতু পার হতে দেখা যাচ্ছে গান্ধীজিকেএখান থেকে তিনি চিঠিও লিখেছিলেন।

আপনার মতামত দিন