দোহারে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিতঃ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলী

386

২১ মানে মাথা নত না করা। এমনই ফাল্গুনে ঝরেছিল তাজা প্রাণ। যাদের দাবি ছিল মায়ের ভাষার অধিকার; যারা পথে নেমেছিল রাষ্ট্রভাষার অধিকারের কথা জানাতে। অধিকার আদায়ের সেই লড়াইয়ে ঘাতকের গুলিতে ঝরে পড়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা আরও অনেক শহীদ। তাদের স্মরণে আজ অমর একুশে। একুশের চেতনা বাঙালির হৃদয়ে ধারণ করে দোহার-নবাবগঞ্জে পালিত হলো একুশে ফেব্রুয়ারি।

উপজেলা পরিষদের পুস্পস্তবক অর্পণ।

দোহার উপজেলা ছাত্রদলের পুস্পস্তব অর্পণ

দোহার প্রেস ক্লাবের পুস্প স্তবক অর্পণ

আপনার মতামত দিন