ঢাকার দোহার উপজেলায় সাতভিটা এলাকা থেকে বিদেশী চার বোতল মদসহ মো. সেন্টু (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১। আটককৃত মো. সেন্টু উপজেলার নারিশা গ্রামের শেখ হাশিমের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার সাতভিটা গ্রামে রব ফকিরের বাড়ীর দক্ষিণে সাতভিটা পাকা রাস্তার ওপরে বিদেশী হুইস্কি ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদে ভিত্তিতে র্যাব-১১ এর সহকারি কমান্ডার এএসপি মংনেথোয়াই মারমার নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত স্থান থেকে মো. সেন্টুকে চার বোতল বিদেশী হুইস্কি মদসহ আটক করে।
পরে উদ্ধারকৃত মদসহ আসামিকে দোহার থানায় সোপর্দ করে। এ ঘটনায় দোহার থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
আপনার মতামত দিন