দোহারে দুটি আইক্রিম কারখানায় জরিমানা

172

ঢাকার দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় ও বিভিন্ন রং ব্যবহার করা আইক্রিম ধ্বংস করা হয়। গত মঙ্গলবার সন্ধায় ভ্রাম্যমাণ আদালত মেঘুলা বাজারে দুটি কারখানা অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কর্মকর্তা (ভূমি) শামীম আরা নীপা এই আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মেঘুলা বাজারের মিরাজ হোসেন মালিকাধীন অনিক সুপার আইসক্রিম, মিলন হাওলাদার মালিকাধীন ঢাকা সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালায়। কারখানায় দুটিতে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে বিষাক্ত ক্যামিকেল ও বিভিন্ন রং ব্যবহারের অভিযোগে ঢাকা সুপার আইসক্রিমে ৩০ হাজার টাকা ও অনিক সুপার আইসক্রিমে ৫০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, এ অভিযান দোহার উপজেলার বিভিন্ন বাজারের মাছের, মাংসের, ফলসহ হোটেল, বেকারি, আইক্রিম ফ্যাক্টরিসহ যাবতীয় পণ্যের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন