দোহারে প্রিয়বাংলা পত্রিকা অফিসে ভাংচুর

195

news39.net: দোহারে প্রিয়বাংলা পত্রিকা অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গিয়েছে। দোহার উপজেলার লটাখোলার আজাহার আলী – মোজাহার আলী শপিং কমপ্লেক্সে প্রিয় বাংলার অফিস অবস্থিত। দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই সময় দোহার থানা পুলিশ ভাংচুরে ব্যবহৃত ইটের টুকরোসহ বিভিন্ন আলামত জব্দ করেছে।

প্রিয়বাংলা কতৃপক্ষ সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৭ জুন) রাত দশটার দিকে কাজ শেষে কার্যালয় বন্ধ করা হয়। শুক্রবার অর্ধবেলা বন্ধ থাকায় বিকেলে সাংবাদিকরা কার্যালয়ে এলে সেখানে গ্লাস ভাংচুর করা দেখা যায়। কার্যালয়টির সামনের সড়ক থেকে দুর্বৃত্তরা বড় আকারের দুটি পাটকেল নিক্ষেপ করে, সামনের গ্লাসের পুরো অংশ ভেঙে ফেলেছে।

এ বিষয়ে প্রিয়বাংলা সম্পাদক অমিতাভ পাল অপু জানান, যারাই ঘটনাটি ঘটিয়েছে তাঁরা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি দোহার থানা পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মাসুদুর রহমান জানান, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন