বিসিভোয়া নির্বাচন উপলক্ষে দোহারে মাহবুব-কবির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

187
বিসিভোয়া নির্বাচন উপলক্ষে দোহারে মাহবুব-কবির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভোয়া) আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১ উপলক্ষে মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন নৌ-যান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের ২৫ জন বিশিষ্ট প্যানেলের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পরিবর্তনের দৃঢ়প্রত্যয়ে আসুন-সামনে এগিয়ে যাই’ এই প্রতিপাদ্যে শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার নারিশা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের বাসভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির। এসময়ে জাহাজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জাহাজ মালিকদের নিকট আমি দোয়া ও ভোট প্রার্থী। জাহাজ ব্যবসাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে হলে আপনারা জ্ঞান-বুদ্ধি দিয়ে পর্যালোচনা করে আমাদের প্যানেলকে ভোট দিবেন। আমি আশাবাদী আসন্ন নির্বাচনে আপনারা আমাদের ২৫ জনের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।’

সভায় বিশেষ বক্তা হিসেবে বীর মুক্তিযোদ্ধা তারিক আলম জাহাজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, ‘আপনারা নুরুল হকের ধোকাবাজিতে পরবেন না। এই নুরুল হক মাডার কেসের আসামি থাকা অবস্থায় আমাকে অনুরোধ করাতে তার নাম পরিবর্তন করে কামাল হোসেন নামে আমি তাকে কুয়েতে নিয়ে গিয়েছিলাম। কুয়েতে গিয়েও সে আমাকে ধোকা দিয়ে পালিয়ে যায়। আর আমি দীর্ঘ ৫ বছর কুয়েতে তার জন্য ভোগান্তির শিকার হয়। এই ধোকাবাজ যদি ক্ষমতায় থাকে তাহলে জাহাজ ব্যবসায়ারে অস্তিত্ব শেষ হয়ে যাবে। আপনাদের সৌভাগ্য যে আপনারা মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন প্যানেল পেয়েছেন। এই প্যানেলকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনাদের ভাগ্য সুপ্রশন্ন হবে ইনশাআল্লাহ।’

অন্য খবর  দোহারে আওয়ামী লীগ নেতা শেখ বোরহান আর নেই

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মহিউদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাহাজ ব্যবসায়ী আওলাদ হোসেন, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ হান্নান খান, জাহাজ ব্যবসায়ী মহসিন শিকদার চঞ্চল, মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন নৌ-যান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদ প্যানেলের সদস্য শ্রী লক্ষণ চন্দ্র ধর, মো. মাসুদ করিম, মোহাম্মদ আলী, রেজাউল করিম, মো. রকিবুল আলম (দিপু), মো. আলী হেসাইন, এ.কে.এম সামসুজ্জামান, মো. মশিউর রহমান, আব্দুল মতিন তালুকদার, ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন শিকদার, মো. মোশারফ হোসেন, আ. বাতেন রনি, মো. আনিসুর রহমান, মো. মিলন শিকদার, মো. আলমগীর হোসেন, আকন্দ মো. সোহরাব হোসেন, মো. শামিমুর রহমান শিপন, আলহাজ্ব মো. আব্দুর রহমান, হাজী মো. আলমগীর হোসেন, মো. আক্তার ফারুক, মোড়ল আবু বকর সিদ্দিক, মো. সোহাগ-সহ প্রায় তিন শতাধিক জাহাজ ব্যবসায়ীবৃন্দ।

আপনার মতামত দিন