দোহারে পরিবহণ শ্রমিকদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সহায়তা প্রদান

71

ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার ( ৪ জুলাই ) দুপুরে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র নিজ বাড়িতে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রত্যেক পরিবহণ শ্রমিকের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল ও ১ কেজি লবন সহ ১৫ কেজির প্যাকেট প্রদান করা হয়।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে। অভাব অনটনে দিন পার করছে তারা, তাই তাদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ ১ম পর্যায়ে ২’শ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করে। এই খাদ্য ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানান বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। এছাড়াও সমাজের বিত্তশালীরা যেন গরিবদের পাশে এসে দাড়ায় এই আহবান জানান তিনি। এ সময় দোহার নবাবগঞ্জে প্রায় ২৫ টি স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আজগর, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশার চোকদার, সাধারন সম্পাদক হাবিবুর রহমান বেপারী সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

আপনার মতামত দিন