দোহারে নকল ঔষুধ জব্দ; লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ♦ গতকাল দোহার থানার প্রানকেন্দ্র জয়পাড়া বাজারে নকল ঔষুধ বিরোধী এক অভিযান চালানো হয়। মোট ১৫টি দোকানে এ অভিযান চালানো হয় এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় জয়পাড়া উপজেলা সংলগ্ন ঔষুধের ফার্মেসীগুলোতেও অভিযান চালানো হয়। এতে উপস্থিত ছিলেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা  রথীন্দ্রনাথ দত্ত সহ স্যাটালাইট চ্যানেল একুশে টিভি। এই সময় নকল ঔষুধ রাখার দায়ে হাবিব ফার্মেসীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফলের দোকানদার হালিমকে ফলে ভেজাল মেশানোর দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় আরো কয়েক দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। কিন্তু জয়পাড়ার সবচেয়ে বড় ঔষুধের দোকান বিশ্বাম্বর ফার্মেসি, মুক্তি ফার্মেসি সহ মনোয়ার ফার্মেসিতে কোন অভিযান না চালানোয় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

আপনার মতামত দিন
error: Content is protected !!