দোহারে ট্রাকের চাপায় শিশু নিহত

332

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ ♦ দোহারের ইসলামপুর খালপাড়ে ট্রাকের চাপায় আশরাফুল নামের চার বছর বয়সী একটি শিশু মারা গেছে। আজ সকাল সাড়ে এগারোটার দিকে ইসমাইল ইটভাটার একটি ট্রাক (ঢাকা মোট্রো-ড ১৪-৪৫৬০) যাচ্ছিল, এমন সময় সড়কের একপাশে খেলছিল ছেলেটি, তখন ট্রাকটি তাকে চাপা দেয়।

ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু ঘটে। তার বাবার নাম রাকিব। দূর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তারপর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর করে।

ঘটনার পর স্থানীয়ভাবে সালিশে ইসমাইল ইটভাটাকে ৪লাখ টাকা জরিমানা করা হয়। ইসমাইল ইটভাটার এই ট্রাকটি সাধারণত ইট বহন করলেও সেদিন বালি বহন করছিল। ট্রাক চালকের বাড়ী নবাবগঞ্জের মাঝিরকান্দায়।

ট্রাক

ঘাতক বাস

আপনার মতামত দিন