দোহারে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার দোহারে ইসলামি আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জয়পাড়ার হাজেরা মেনশনের আইএবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি মো.শাহাদাত হোসাইন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন ঢাকা জেলা দক্ষিনের সভাপতি আল আমিন শাহাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন ঢাকা জেলা দক্ষিনের সাবেক সভাপতি মো.কামাল হোসেন মাষ্টার।

সম্মেলনে মো. মাহমুদুল হাসান রিপন কে সভাপতি, হাপিজুর রহমান কে সহ সভাপতি ও আ.রহমান কে সাধারন সম্পাদক করে ২০২২ সালের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি সুলাইমান বেপারী, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ সাকী, ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি হাফেজ মতিউর রহমান প্রমুখ।

আপনার মতামত দিন
error: Content is protected !!