Warning: exif_imagetype(https://news39.net/wp-content/uploads/2023/09/374989773_585191290480738_7178798585724856601_n.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 403 Forbidden in /home/newsdxxn/public_html/wp-includes/functions.php on line 3332

Warning: file_get_contents(https://news39.net/wp-content/uploads/2023/09/374989773_585191290480738_7178798585724856601_n.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 403 Forbidden in /home/newsdxxn/public_html/wp-includes/functions.php on line 3352

দোহারে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি

‘পরিবর্তরশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।

এ সময় র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আমল এর সভাপতিত্ব করেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলো

আপনার মতামত দিন
error: Content is protected !!