দোহারে আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক

260

নিউজ৩৯♦ দোহার উপজেলা আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ শনিবার রাত সাতটার দিকে জয়পাড়ার কাজী সুপার মার্কেটের দোতালায় জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট সালমা ইসলামের স্বামী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সাথে একটি গোপন বৈঠক করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন, বিলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লাসহ জয়পাড়া পৌরসভা, সুতারপাড়া, নারিশা, মুকসুদপুর, বিলাসপুর, কুসুমহাটি ইউনিয়নের আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিষয়টি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা নিউজ৩৯ এর কাছে এর সত্যতা স্বীকার করেছেন।
বৈঠকে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে তারা নৌকার প্রার্থী আব্দুল মান্নান খানকে বর্জন করে লাঙ্গলের প্রার্থী সালমা ইসলামকে সমর্থন ও তার পক্ষে কাজ করবেন বলে নুরুল ইসলাম বাবুলের সামনে প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত দিন