দোহারের মো. আবদুল মান্নান জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

419

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ মো. আবদুল মান্নান সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের নতুন মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। এর আগে মো. আবদুল মান্নান ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিট এন্ড ইন্সপেকশন ডিপার্টমেন্টে উপমহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মো. আবদুল মান্নান ১৯৮৪ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিষয়ে বিএসএসসহ (সম্মান) এমএসএস ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিপ্লোমা অর্জনসহ দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ১৯৫৭ সালে ঢাকা জেলার দোহার থানার মুকসুদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আপনার মতামত দিন