দোহারের মৈনটঘাটে পদ্মায় ২ ছাত্র নিখোঁজ

2025
মৈনট, দোহার, ঢাকা, Moinut, Dohar, Dhaka
মৈনট

দোহার উপজেলার মৈনটঘাট এলাকার বালুচরে ফুটবল খেলতে গিয়ে নদীতে ডুবে বেসরকরি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাত্ররা হলেন মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকার। উভয়েই ইউনিভার্সসিটি অব এশিয়ান প্যাসিফিকের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১০ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দোহারের মৈনট ঘাট এলাকায় ঘুরতে আসে ইউনিভার্সসিটি অব এশিয়ান প্যাসিফিকের ২৫-৩০ জন শিক্ষার্থী। শেষ বিকালে তারা পদ্মার চরে ফুটবল খেলছিল। খেলার একপর্যায় বল নদীতে চলে যায়। মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকার বল তুলতে নদীতে নামলে তারা দুজন ডুবে যায়। সহপাঠীরা তাদের খুজে না পেয়ে স্থানীয় প্রশাসনকে জানায়। নিখোঁজ দুজনের সহপাঠী রিফাত হোসেন নিউজ ৩৯ কে জানান, “অনেক খোঁজা খুজির পরও তাদের পাওয়া যাচ্ছে না”। এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ নিউজ৩৯ কে বলেন,”ঘটনাস্থলটি চরভদ্রাসন থানা এলাকায় হওয়ার কথা”। কিন্তু এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত বলেন,”ঘটনা দোহার থানা এলাকায়। তবে আমাদের পুলিশও ঘটনাস্থলে রয়েছে”।

অন্য খবর  দোহারে প্রথম প্রবাসীদের সংবর্ধনা

 

আপনার মতামত দিন