ঢাকার দোহার উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জমিরুন বেগম (৬০) নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে মেঘুলা কাজী নজরুল বালিকা বিদ্যালয়ের সামনে দ্রুতগতির একটি ইজিবাইক জমিরুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দোহার থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহত জমিরুন বেগমের বাড়ি ফরিদপুরের সদর উপজেলার রামকান্দাপুর গ্রামে। বর্তমানে তিনি দোহারের মুকসুদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের বাড়িতে ভাড়া থাকতেন।
আপনার মতামত দিন