দাউদপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

219

শামিম/নিউজ৩৯. নেট :: ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় গত সোমবার ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ার ইছামতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে । ১৫ টি ছোট বড় নৌকার প্রতিযোগিতায় অংশ নেয় ।

শিকারীপাড়ার পল্লী চিকিৎসক কায়ছার আহমেদ আক্কুর সভাপতিত্বে ও দাউদপুর বাজার কমিটি এবং শিকারীপাড়া ইউনিয়নের যৌথ উদ্যোগে এ নৌকা বাইচের আয়জন করে । এসময় নারী- পুরুষ- শিশুসহ হাজারো মানুষ এ নৌকা বাইচ উপভোগ করে । নৌকা বাইচকে ঘিরে মেলায় খেলনা ও মাটির তৈরি বিভিন্ন সামগ্রির দোকান বসে । নগর সভ্যতার মধ্যে চলতে চলতে হাঁপিয়ে উঠা লোকজন কয়েক ঘণ্টার জন্য হলেও আনন্দ উপভোগ করে ।

আপনার মতামত দিন