তাজমহলের সীমানায় পানি প্রবেশের শঙ্কা

20
তাজমহলের সীমানায় পানি প্রবেশের শঙ্কা

প্লাবন হুমকিতে তাজমহল। নদীর পানি ঢুকে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ঐতিহাসিক এই স্থাপত্যে। আগ্রায় বিপৎসীমা পেরিয়ে গেছে যমুনা। ৪৫ বছরের মধ্যে প্রথমবার স্থাপনাটির সীমানা প্রাচীর ছুঁয়েছে বানের জল। তলিয়েছে আশপাশের নিচু এলাকাগুলো। খবর রয়টার্সের।

গত চার দশকেও যমুনায় এত পানি দেখেনি আগ্রাবাসী। তাজমহলের ভেতরেও ঢুকে পড়বে কি না, তা নিয়ে চলছে উদ্বেগ। ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের (সিডব্লিউসি) তথ্য, তাজমহলের পাশ দিয়ে প্রবাহিত অংশের পানি ছাড়িয়েছে ৪৯৯ ফুট। ৫০৮ ফুট ছাড়িয়ে গেলেই ধরা হয় সর্বোচ্চ বিপজ্জনক হিসেবে।

তাজমহল দেখভালের দায়িত্বপ্রাপ্ত ভারতের প্রত্নতত্ত্ব অধিদফতর বলছে, এবারের বন্যায় ঝুঁকিতে পড়ার সম্ভাবনা নেই স্থাপনাটির। তবে পানি প্রতিনিয়ত বেড়ে চলায় স্থানীয়রা আতঙ্কিত।

স্থানীয়রা বলছেন, যমুনায় প্রথমবার এতো পানি দেখছি। রাতে পানি আরও বেড়ে যেতে পারে বলে ভয় হচ্ছে। মনে হচ্ছে, আমাদের ঘরের জিনিসপত্র সব ভেসে যাবে।

তাজমহলে ঘুরতে আসা এক পর্যটক বলেন, এখানে একটি বাগান আছে কিন্তু দেখা যাচ্ছে না। এভাবে পানি বাড়তে দেখে অবাক লাগছে।

যমুনা তীরে তাজমহলের উল্টোদিকে অবস্থিত আরেক পর্যটনকেন্দ্র মেহতাব বাগ অবশ্য তলিয়েছে পানিতে। পর্যটক প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে সেখানে।

আপনার মতামত দিন