তরুনদের ভাবনা: করোনা থেকে মুক্তির একমাত্র উপায় সচেতনতা

409

করোনা ভাইরাস,যার পোশাকি নাম কোভিড -১৯। রোগটিকে এখন বিশ্ব মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। পৃথিবীতে আগেও এরকম মহামারীর দেখা মিলেছিলো এবং তা থেকে পরিত্রাণও পাওয়া গিয়েছে। অভিযোজন একটি প্রাকৃতিক নিয়ম যেটা বলতে জীবের বর্তমান দশা এবং অভিযোজন পরিচালনাকারী স্বক্রিয় বিবর্তনীয় প্রক্রিয়া উভয়কেই বোঝায়।

কিন্তু কোভিড-১৯ বর্তমান রুপ যেন পাল্টে দিয়েছে স্বাভাবিক পৃথিবীর চিত্র। সংক্রামক এই ব্যাধিটি খুব সহজেই মানুষ থেকে মানুষে স্থানান্তর হতে পারে।এমনকি বাতাসের মাধ্যমেও ছড়াতে সক্ষম।

ভাইরাসটি থেকে বাঁচতে হলে চাই সচেতনতা। সামাজিক দুরুত্ব, পরিস্কার পরিছন্নতা সহ নানাবিধ ব্যবস্থা। অন্যান্য দেশের বর্তমান করোনা ভাইরাস এর বর্তমান পরিস্থিতির  দিকে লক্ষ করি দেখা যাবে তারা সফলতার দিকে অগ্রসর হচ্ছে। কিসের মাধ্যমে?  কোনো মেডিসিন বা টিকা?  না, উত্তর একটাই সচেতনতা।

তাই সবাইকে সচেতনতার আওতায় আসতে হবে নিজেকে অভিযোজনের সক্ষম করতে হবে।যেহেতু মহামারী টির কোনো নির্দিষ্ট ভেক্সিন আবিষ্কার হয়নি সবাইকে অবশ্যই নিজ নিজ ধর্মানুসারে প্রার্থনা করতে হবে।

রিয়া আক্তার
প্রানিবিদ্যা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
নবাবগঞ্জ, ঢাকা

আপনার মতামত দিন