ডিসেম্বরে বাংলা সাজে পতাকায়

81
ডিসেম্বরে বাংলা সাজে পতাকায়

ডিসেম্বর মাস বলতেই মনে পড়ে মহান বিজয় দিবসের কথা। উৎসব মুখর এক মাস। ডিসেম্বর মাসের শুরু থেকেই রাস্তাঘাট, বাজার হাট, দোকান, পাড়া মহল্লায়, প্রতিটা জায়গায় ভিড় জমে যায় পতাকা বিক্রেতা ও ক্রেতাদের ।

পতাকা বিক্রেতার কাছে পাওয়া যায় নানান সাইজের পতাকা, ছোট ছোট কাগজের পতাকা যা দিয়ে সাজানো হয় মাঠ ঘাঠ সহ সকল স্মৃতিস্তম্ভ। বাচ্চাদের জন্য রয়েছে বাংলাদেশের মানচিত্র ও বাংলাদেশর পতাকার বাহারি ডিজাইনের চরকি মাথায় পড়ার পতাকা সংবলিত রাবার ব্যান্ড, হাতের ব্যান্ড, বিজয়ের ক্যাপ সহ আরো অনেক ধরনের ডিজাইনের বিভিন্ন সামগ্রী।

ডিসেম্বর মাসের শুরু থেকে দেখা যায় রিস্কা, অটো, সিএনজি, বাইক সহ সকল যানবাহনের মধ্যে নতুন পতাকা লাগানো দেখা যায়।

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।

নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

অন্য খবর  হোয়াইটওয়াশ এড়াতে রাতে মাঠে নামছে বাংলাদেশ

 

আপনার মতামত দিন