দেশে ফিরেই ডাকাতের খপ্পরে

615

রাশেদ বেপারী ♦ সোমবার রাতে দেশে ফিরেই ডাকাতের হাতে সব খোয়ালেন বিলাসপুরের ইউসুফ ফকির। ২২ জানুয়ারী দিবাগত রাত এগারটায় সৌদি আরব থেকে দেশে ফিরেন বিলাসপুর ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামের গান্দু ফকিরের ছেলে মো. ইউনুস ফকির।

দেশে ফেরার মাত্র আড়াই ঘন্টা পর দশ থেকে বার জন যুবক মেশিনগান ও রামদা’ নিয়ে হামলা করে। প্রায় দেড় ঘন্টা জিম্মি করে রেখে ১৪ ভরি স্বর্ণ, সৌদিয়ান রিয়ালসহ মোট প্রায় বাইশ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা।

প্রতিবেশীরা টের পেয়ে ডাকাতদের ধাওয়া করেও কাউকে ধরতে পারে নি।

ডাকাতিকালে বাড়ীর এক মহিলার কান থেকে দুল ছিড়ে নিলে তাকে রক্তাক্ত অবস্থায় ক্লিনিকে ভর্তি করা হয়।

আপনার মতামত দিন