এমএইচ সুমন, শরিফ হাসান, মো আল-আমিন, দোহার প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ তথা দোহার- নবাবগঞ্জ ও কেরাণিগঞ্জের যথাক্রমে ঢাকা – ১,২,৩ আসনের প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। সোমবার রাতে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে মিয়া গোলাম পরওয়ার ও মুহাম্মদ ইজ্জত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ত্রয়োদশ নির্বাচনে যারা জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন: ঢাকা -১ ( দোহার-নবাবগঞ্জ) আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ (কেরাণীগঞ্জ উপজেলা আংশিক, সাভার উপজেলা আংশিক, কামরাংগীচর থানা) আসনে ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ঢাকা -৩ (কেরাণীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন)আসনে মো: শাহীনুর ইসলাম।
ঢাকা -১ (দোহার-নবাবগঞ্জ) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ঘোষিত হয়েছে- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগের গোল্ড মেডেলিস্ট এবং অল ইউরোপিয়ান মুসলিম সোসাইটির কনভেনর নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের সন্তান ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর মেয়ের জামাই।
ঢাকা – ২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে ইঞ্জিনিয়ার তৌফিক হাসানকে৷ তিনি বুয়েট তিতুমীর হল শিবিরের সাবেক সভাপতি। শিক্ষাগত যোগ্যতা :বিএসসি ইন্জিনিয়ার,সিভিল ( বুয়েট), এমবিএ (ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন,ঢাকা বিশ্ববিদ্যালয়।বর্তমানে ঢাকা জেলা শুরা সদস্য। পেশায় ব্যবসায়ী।
জন্মসূত্রে তিনি কেরানীগঞ্জ উপজেলার তারানগরের বাসিন্দা।
ঢাকা – ৩ আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম। তিনি দক্ষিণ কেরাণিগঞ্জ উপজেলার বাসিন্দা এবং দক্ষিণ কেরাণিগঞ্জ সাউদার্ন কলেজের প্রিন্সিপাল
শিক্ষাগত যোগ্যতাঃ এম এ (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বর্তমানে নায়েবে আমীর হিসেবে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর দায়িত্ব পালন করছেন।