জাতীয় কবির জন্মজয়ন্তী: নবাবগঞ্জে হলেও হয়নি দোহারে

49

মাহমুদুল হাসান সুমন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। কিন্তু জাতীয় কবির জন্মজয়ন্তী পালিত হয়নি দোহার উপজেলায়। অনেকটা উপেক্ষিত হয়েছে জাতীয় কবির জন্মজয়ন্তী।

নবাবগঞ্জ উপজেলার সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) শুক্রবার (২৪ মে) দুপুরে নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ হল রুমে উদযাপন করে জন্মবার্ষিকী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নাফার ব্যবস্থাপক লতিফা রহমান লতা।

নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির পরিকল্পনা ও পরিচালনায় সংগঠনের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় কবির জীবনী পাঠ, কবিতা আবৃত্তি, নৃত্য, নজরুল সংগীতের মধ্যে দিয়ে প্রাণবন্ত অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের মাঝে আলোচনা সভায় কবির সম্মুখ দেখা উপলব্ধির স্মৃতিচারণ করেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা। আরও বক্তব্য রাখেন পিকেবি স্কুল এন্ড কলেজের প্রভাষক সুকদেব মন্ডল, অ্যাডভোকেট বাসুদেব রায় প্রমুখ।

আপনার মতামত দিন