জবি উপাচার্যের মৃত্যুতে ৩ দিনের শোক, ক্লাস-পরীক্ষা বন্ধ

73
জবি উপাচার্যের মৃত্যুতে ৩ দিনের শোক, ক্লাস-পরীক্ষা বন্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে শনিবার (১১ নভেম্বর) থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে বেলা ১২টায় অনুষ্ঠিত প্রথম জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদ এ ঘোষণা দেন। এ তিনদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

প্রসঙ্গত, ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শনিবার ভোর পাচটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

অধ্যাপক ইমদাদুল হক ২০২১ খ্রিষ্টাব্দের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২ বছরেই ক্যাম্পাসে নানা উন্নয়নমূলক ও অভূতপূর্ব একাডেমিক অগ্রগতিতে কৃতিত্ব অর্জন করেন।

আপনার মতামত দিন