চুড়াইন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ

302

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেরার চুড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের একটি রাস্তায় মাটি ভরাট করতে কাবিটা প্রকল্পের অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু কোন কাজ না করেই রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। 

এক কোদাল মাটিও পড়েনি সড়কে! কিন্তু প্রকল্পের দেড় লাখ টাকা গেল কই? এ প্রশ্ন মোসলেমহাটি গ্রামের বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ ইউপি চেয়ারম্যান আবু সাইদ প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোসলেমহাটি গ্রামের আব্দুল বাতেনের বাড়ী হতে মোখলেসের বাড়ী পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তায় কোন মেরামত কাজ করা হয়নি। স্থানীয় লোকজন তাদের নিজের প্রয়োজনে গ্রাম থেকে টাকা তুলে রাস্তার কিছু অংশের কাজ করেছে। বাকি রাস্তায় কাঁদা ও গর্তে ভরা।

জুনের শেষ সপ্তাহে রাস্তাটির মেরামত কাজে বরাদ্ধ প্রকল্পের সমূদয় টাকা তুলে নিলেও কোন কাজ হয় নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যান এভাবে অনেক প্রকল্পের টাকা তুলে নিয়ে কাজ করে নি। কিন্তু আমাদের হাত পা বাঁধা তাই কিছু বলতে পারি না।

স্থানীয় কৃষক মো. নাদিম জানান, “এ রাস্তাটি সংস্কার কাজ না হওয়ায় এলাকার লোকজন খুব বিপদে আছে। চেয়ারম্যানকে বললেও সে বার বার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু কাজ কিছুই হয় নি।”

অন্য খবর  দোহারে বসতবাড়িতে অগ্নিকান্ড

আব্দুল বাতেন বলেন, “গ্রামবাসীর টাকায় রাস্তাটির কিছু কাজ হয়েছে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই কাঁদায় হাটা-চলা করা যায় না।”চেয়ারম্যান আবু সাইদ তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

এ ব্যাপারে চুড়াইন ইউপি চেয়ারম্যান আবু সাইদ বলেন, রাস্তাটির মেরামত কাজে বরাদ্ধ হওয়া ১ লাখ ৫০ হাজার টাকা তুলে নেয়া হয়েছে। তবে খুব দ্রুতই কাজ করা হবে।

 নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “প্রকল্পের রাস্তাটি পরিদর্শন করে দেখা হবে। কোন কাজ না করলে ব্যবস্থা নেয়া হবে।”

আপনার মতামত দিন