চুড়াইনে মাদকসেবীর কারাদণ্ড

191

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলার মুন্সীনগর গ্রামের মো. দেলোয়ার (২৭) নামে এক মাদকসেবীকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত দেলোয়ার চুড়াইন ইউনিয়নের মুন্সীনগর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকসেবী দেলোয়ার গাজা ক্রয়ের টাকার জন্য বিভিন্ন সময় পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যাবহার করত। মায়ের গায়ে আঘাত করতেও দ্বিধা করত না। মাদকাসক্ত ছেলে অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেলোয়ারের মা ফাতেমা খাতুন নবাবগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে তাকে নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদ উল্লাহর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দেলোয়ারকে ১ বছরের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়।

আপনার মতামত দিন