৭ মে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন পরিশোধ নির্বাচনে ভাই ভাই লড়াই। চেয়ারম্যান পদে আপন দুই চাচাতো ভাইয়ের নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে। প্রতিদিনই দুই ভাই সকাল থেকে রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন ভোটের জন্য। চাচাতো দুই ভাইয়ের লড়াইয়ে ইউনিয়নের ভোটারদের মাঝে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। চরঝাউকান্দা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা মার্কা প্রতীক নিয়ে লড়ছেন মো:ফরহাদ হোসেন মৃধা।
আর অপর দিকে লড়ছেন তারই আপন চাচাতো ভাই স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস মার্কা প্রতীক নিয়ে মো: বজলু মৃধা। গত দুই দুই বার মো:ফরহাদ হোসেন মৃধা, বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।
অন্যদিকে বজলু মৃধার এটি প্রথম নির্বাচন। তবে প্রথমে তার ছেলে বদু মৃধার চরঝাউকান্দায় নির্বাচন করার কথা ছিলো। তবে এলাকায় সমাজসেবক হিসেবে নাম রয়েছে বজলু মৃধার।
দুই ভাইয়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বিপাকে পড়েছে তাদের আত্মীয়স্বজনরা। কাকে রেখে কাকে ভোট দেবেন, কার প্রচারণায় অংশ নেবেন এ নিয়ে ঝামেলায় পড়েছেন তাদের নিকটাত্মীয়রা। দীর্ঘ দিন ধরে চরঝাউকান্দা ইউনিয়নে নির্বাচন করে আচ্ছে মৃধা পরিবার। এই ইউনিয়নে মৃধা পরিবার থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: ইদ্রিস আলী মৃধা একটানা ৭ বার চেয়ারম্যান, মোজ্জেম মৃধা ১বার চেয়ারম্যান, হুকুমআলী চোকদার ১বার, মো:ফরহাদ হোসেন মৃধা ২ বার চেয়ারম্যান নির্বাচিত হন।