গোবিন্দপুরে কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম নেই!

288

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক বছর আগে নির্মিত কমিউনিটি ক্লিনিকটির নেই কোন কার্যক্রম আর তাই এখান থেকে কোনো সুবিধা পাচ্ছে না এলাকাবাসী। 

সরজমিনে  দেখা গেছে, নবাবগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র ৩ মাইল দূরে অবস্থিত ক্লিনিকটির নির্মাণ কাজ শেষ হয়েছে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু এক বছর আগে ভবন নির্মানের কাজ শেষ হলেও বর্তমানে নেই কোন কার্যক্রম, ক্লিনিকটির দরজায় ঝুলছে একটি বড় তালা। 

গোবিন্দপুরের স্থানীয় বাসিন্দা  কাজী ভুলু বলেন ক্লিনিকটি চালু হলে গ্রামের গরীব মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবা পাবে, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা সহ সচেতনতা বৃদ্ধি পাবে। কলেজ ছাত্রী সালামা বলেন, ক্লিনিকটি চালু হলে আমাদের এলাকার জনগনের র্দূভোগ কমে যাবে। 

বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্র নাথ গোস্বামী বলেন, জনগনের দোয়ারে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষে বর্তমান সরকার কাজ করছে। কিন্তু গোবিন্দপুর বাসী সেই সেবা থেকে এখনো বঞ্চিত। তিনি দ্রুত এই কমিউনিটি ক্লিনিকটি চালু করার দাবি জানান।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপন কান্তি সরকার বলেন, সরকারের কাছে ঔষুধ চাওয়া হয়েছে পেলেই ক্লিনিকের কার্যকম শুরু করা হবে।

আপনার মতামত দিন