কেরানীগঞ্জে অবৈধ বালু ব্যবসা বন্ধে প্রশাসনের অভিযান

14
কেরানীগঞ্জে অবৈধ বালু ব্যবসা বন্ধে প্রশাসনের অভিযান

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজ সংলগ্ন ইটাভাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।  এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া।

এ সময় মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩) ১৫ ধারা মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলন এবং জনভোগান্তির কারণে বালু ব্যবসায়ী মো. মোক্তার হোসেনকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজে লিপ্ত হবেন না মর্মে প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে হযরতপুর ইউনিয়নের ইটাভাড়া এলাকায় জনৈক ব্যক্তি আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছে।

এ সংবাদের ভিত্তিতে আজ আমি সেখানে উপস্থিত হয়ে দেখতে পাই – মোক্তার হোসেন ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছে। পরে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩) ১৫ ধারা মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলন এবং জনভোগান্তির কারণে বালু ব্যবসায়ী মো. মোক্তার হোসেনকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অন্য খবর  দ্বাদশ সংসদ নির্বাচনের গেজেট আজ, শপথ বুধবার

এ সময় অভিযানের সময় কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়াসহ পুলিশের একটি টিম এবং ভূমি অফিসের সার্ভেয়ার মো. মিরাজ হোসেন, নাজির রাজিব দত্ত ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইব্রাহিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন