কার্তিকপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

322

আসিফ:
ঢাকা জেলার দোহার উপজেলার কার্তিকপুরে আহাদ (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। প্রতিবেশিরা নিউজ৩৯কে জানান, আহাদের বাবা প্রায় ২ মাস আগে অসুস্থ অবস্থায় বিদেশ থেকে বাড়ীতে চলে আসে। আর আহাদ সবসময় বাবার পাশেই থাকতো। কিন্ত শুক্রবার বেলা প্রায় ১টার দিকে আহাদ বাড়ীর পাশে ঘুরতে যায়। কিন্তু দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করলে বাড়ীর পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

আহাদের বাবা-মা’র আর্ত চিৎকারে এলাকায় এক করুণ পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত দিন