করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু: নবাবগঞ্জে দাফন

383
করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলার করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা প্রমীলা ভেরনীকা গমেজ (৮৮) নামে এক বৃদ্ধার লাশ কবরস্থ করা হয়েছে। মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের স্বেচ্ছাসেবীরা গোল্লা গির্জার কবরস্থানে তাকে কবরস্থ করে।

গত ১৩ জুন রাতে গাজীপুর পাগার এলাকায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত প্রমীলা ভেরনীকা গমেজ নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বালির ডিয়র গ্রামের সিমফম গমেজের স্ত্রী । সে গাজীপুর পাগার এলাকায় থাকতেন বলে জানা গেছে। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রমিলা গমেজ ১০/১২ দিন ধরে সর্দিকাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসায় নিচ্ছিলেন। গত ১৩ জুন রাতে গাজীপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সৎকার টিমের সভাপতি অনুপম দত্ত নিপুর নেতৃত্বে ধর্মীয় রীতি অনুযায়ী গোল্লা গির্জায় তার মরদেহ কবরস্থ করা হয়।

অনুপম দত্ত নিপু জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে কিন্তু এখনো রিপোর্ট আসেনি।

আপনার মতামত দিন