মার্চ 20, 2025

নিউজ ৩৯ ডেস্ক

নবাবগঞ্জে অবস্থিত দোহার নবাবগঞ্জ কলেজের এইসএসসি ২০১১ এর ফলাফল:

বিভাগমোট পরীক্ষার্থীকৃতকার্যঅকৃতকার্যজিপিএ-৫পাশের হার
বিজ্ঞান৮৯৫৮৩১৬৫.১৭%
মানবিক১৩৮৭০৬৮৫০.৭২%
ব্যবসায় শিক্ষা৪৮০৩০৫১৭৫৬৩.৫৪%
মোট৭০৭৪৩৩২৭৪৬১.২৪

দোহার নবাবগঞ্জ কলেজ হতে একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পেয়েছেন বিজ্ঞান বিভাগের রমা সাহা।

নবাবগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ হতে ৯৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ৭৩ জন পাশ করেছে ও ২৬ জন এফ গ্রেড পেয়েছে এবং তিন জন জিপিএ-৫ পেয়েছে।

শিকারীপাড়ায় অবস্থিত তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের ফলাফল:

বিভাগমোট পরীক্ষার্থীকৃতকার্যঅকৃতকার্যজিপিএ-৫পাশের হার
       
মানবিক১২৯৯৯৩০৭৬.৭৪%
ব্যবসায় শিক্ষা৭৪৫৪২০৭২.৯৭%
মোট২০৩১৫৩৫০৭৫.৩৭

উল্লেখ্য, এই কলেজে বিজ্ঞান বিভাগ নেই।

আপনার মতামত দিন
Copyright © News39.net 2011-25 All rights reserved. | ChromeNews by AF themes.
error: Content is protected !!