ভাগ্য ফেরাতে ইতালির যেতে লাশ হয়ে ফিরল আবুল বাশার

250

নিউজ৩৯.নেট ♦ আজ থেকে প্রায় দুই বছর আগে লিবিয়া পাড়ি জমিয়েছিল বিলাশপুরের দেবী নগরের ক্বারী আবুল কাশেমের ছেলে আবুল বাশার। কিন্তু দিনে দিনে লিবিয়া পরিস্থিতি বাংলাদেশীদের জন্য খারাপের দিকে মোড় নিলে ভাগ্য পরিবর্তনের  জন্য ইতালির দিকে যাত্রা করে আবুল বাশার। সেখান থেকে অবশেষে লাশ হয়ে ফিরলো সে।

গাদ্দাফির মৃত্যুর পর আপাত দৃষ্টিতে গৃহ যুদ্ধ শেষ হলেও পরিস্থিতি শান্ত ছিল না লিবিয়ার। এমন পরিস্থিতিতে আবুল বাশারের লিবিয়  মালিক তাকে সাগর পাড়ি দিয়ে ইতালিতে চলে যাওয়ার ব্যবস্থা করে দেয়।

বাংলাদেশিদের জন্য লিবিয় পরিস্থিতি গৃহযুদ্ধের পর কখনোই অনুকুলে ছিল না। এমন এক পরিস্থিতিতে অবৈধ ভাবে সাগর পথে ইতালির উদ্যেশ্যে রওনা দেয় আবুল বাশার। জেলে নৌকায় ইতালির উদ্যেশ্যে রওনা দেয়া এই তরুন।

জেলে নৌকাটি ইতালির  সমুদ্রসীমার কাছে এসে ডুবে গেলে আবুল বাশারের ইতালির স্বপ্ন ও তার পরিবারের  স্বপ্নও ইতালির উপকুলে ডুবে যায়। তার মৃত্যুতে দেবিনগরে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত দিন