আরব আমিরাতের অর্থায়নে মৌড়ায় ট্রেনিং সেন্টার

1021
মৌড়া

ঢাকা দোহার উপজেলার মুকসুদপুরের মৌড়ায় সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশের (এসআইটিসিবি) আল-হানাম এতিমখানার আবাসন ব্যবস্থার উন্নয়নপ্রকল্পে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থায়নে  নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমি ভবনের গতকাল  উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল  বুধবার তিনি এই ভবন উদ্বোধন করেন।

মৌড়া

এ সময় ইউএইকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,‘আমাদের উন্নয়নে বাংলাদেশে অবস্থিত ইউএই’র অ্যাম্বাসি অবদান অনেক। তারা এ দেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা নির্মাণে অর্থসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।’

মৌড়া

প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এই সরকারকে দেশের মানুষ ভালোবাসে। এই সরকারকে দেশের মানুষ চায়। তার শাসনামলে দেশের নারীরাও সমান ভাবে  এগিয়ে যাচ্ছে। এর উদাহরণ হিসেবে দেখুন এসিল্যান্ড পদ থেকে শুরু করে সর্বত্র নারীরা সমানভাবে কাজের সুযোগ পাচ্ছে।’

মৌড়া

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  আরো বলেন, ‘দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মহাকাশে অবতরণ করেছি। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।’

চলমান বুড়িগঙ্গাসহ সকল অভিযান অব্যাহত থাকবে।’ কোনো কারণে একটি অভিযানও বন্ধ হবে না বলে জানান তিনি।

অন্য খবর  সালমান এফ রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ যাত্রা

মৌড়া

সে সময় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দুতাবাসের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ-আল মুহ্যইরি, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো আলমগীর হোসেন, ডক্টর এ আর খান, এসিল্যান্ড সালমা খাতুন, দোহার থানার নির্বাহী কর্মকর্তা অফিসার আফরোজা আক্তার রিবা, দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন, রজ্জব কাদেরসহ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।মৌড়া

আপনার মতামত দিন