আব্দুল আলীমের স্ত্রীর ইন্তেকাল; সুতারপাড়ায় দাফন

480

মঙ্গলবার ভোরে বাংলা পল্লী গানের সম্রাট আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল আলীমের মেয়ে নূরজাহান আলীম ফেইসবুকে খবরটি নিশ্চিত করেন।

তিনি লেখেন, “আজ পল্লী সম্রাট আব্দুল আলীমের স্ত্রী আমাদের মা মিসেস জমিলা আলীম পৃথিবী ছেড়ে চলে গেছে …।” রাজধানীর বনশ্রীর একটা বেসরকারি হাসপাতালে জমিলা আলীম মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত জুনে তার ব্রেইন স্ট্রোক হয়। সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার হাসপাতালেও ভর্তি হন। দোহার উপজেলায় গ্রামের বাড়িতে জমিলা আলীমকে দাফন করা হবে।

আপনার মতামত দিন