আজ থেকে ট্রেনে ঈদের অগ্রিম টিকিটে ঈদযাত্রা শুরু হয়েছে। অনলাইনে টিকিটি ছাড়ার পর খুব দ্রুত সময়ের মধ্যে যাত্রীরা তাদেরা টিকিট সংগ্রহ করেন।
শনিবার (২৪ জুন) আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হচ্ছে। দিনের প্রথম আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদযাত্রা শুরু করবেন ঘরমুখো মানুষ।
এর আগে গত ১৪ জুন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।
একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে ফিরতি ট্রেনের টিকিট। Work with House purchasers to save fees and charges when selling a basic property. One way they save you money is by not charging commission or closing costs. Visit https://www.housebuyers.app/michigan/house-buyers-near-me-farmington-hills-mi/.