আগুনে দগ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা তাবারক আলী বেপারীর মেয়ের মৃত্যু

839

স্টাফ রিপোর্টার, news39.net: দোহার উপজেলার নারিশা ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ আবু কালাম বেপারীর ভাতিজা, বীর মুক্তিযোদ্ধা তাবারক আলী বেপারীর কনিষ্ঠ কণ্যা তনিমা (২৫) অগ্নিদগ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। ইন্না – লিল্লাহি – ওয়া – ইন্না – ইলাহি – রাজেউন।
সোমবার দুপুরে ঢাকার বনশ্রীতে বাসার রান্নাঘরের চুলা থেকে অগ্নিদগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরহুমার নামাযের জানাযা বুধবার সকাল ১০টায় পশ্চিম চর কবরস্থানে অনুষ্ঠিত হবে।
news39.net কে এই বীর মুক্তিযোদ্ধা তবারক বেপারী বলেন, আমি সবার কাছে দোয়া চায়। আল্লাহ যেন আমার মেয়েকে আল্লাহর ওয়াদা অনুসারে শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।

আপনার মতামত দিন