আইনের অধীনে থেকেই খালেদা জিয়াকে মুক্ত করবো: শামীমা রাহিম শীলা

346
আইনের অধীনে থেকেই খালেদা জিয়াকে মুক্ত করবো: শামীমা রাহিম শীলা

আইনের অধীনে থেকেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তানবাদী দল বিএনপি আয়োজিত এক মানব বন্ধনে নিউজ৩৯ এর কাছে তিনি এই কথা বলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অন্তরিন অবস্থায় আছেন। তাঁর মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চালিয়ে যাচ্ছে নিয়ম তান্ত্রীক আন্দোলন। এরই ধারাবাহিকতায় আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয় মানব বন্ধনের। এই মানব বন্ধনে বিএনপি কেন্দ্রীয় নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপি নেতা কর্মীসহ স্থানীয় জনসাধারন। এই সময় মানব বন্ধনে উপস্থিত শামীমা রাহিম শীলা বলেন, এই দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান মুছে ফেলা যাবে না। যে অন্যায় ও অবিচারের মাধ্যমে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে তাঁর বদলে নিয়ম তান্ত্রীক আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জনগনের কাছে পৌছে দেয়া হবে।

আইনের অধীনে থেকেই খালেদা জিয়াকে মুক্ত করবো: শামীমা রাহিম শীলা

এই সময় দোহার উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন