মানিকগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্রী দোহারে উদ্ধার: গ্রেপ্তার ১

204

মানিকগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী অপহরণের চারদিন পর পুলিশ মঙ্গলবার রাতে ঢাকার দোহার উপজেলার রায়পাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করেছে। এ সময় পুলিশ ওই এলাকার আশরাফ আলীর ছেলে নোমান হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে।

মানিকগঞ্জের হরিরামপুর থানা সূত্রে জানা যায়, এ উপজেলার পূর্ব খলিলপুর গ্রামের শ্রেণীর ছাত্রী একই এলাকার কবি জাহানারা উচ্চ বিদ্যালয় থেকে গত ২১ জুন সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় দূর্বৃত্তরা তাকে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা করেন।

পরে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে ওই এলাকায় নোমানের বাড়ি থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, অপহৃত মেয়েটি সহ নোমানকে কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে, তারা কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বলেও তারা জানিয়েছে।

নিউজ৩৯ কর্তৃক অপহৃত মেয়েটির নাম ও পরিচয় গোপন রাখা হল।

আপনার মতামত দিন