আন্ধারকোঠায় গুলিবর্ষণঃ এলাকাবাসীর মানববন্ধন

139

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর আন্ধারকোঠা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি শাহাদাত দেওয়ান ও তার পরিবারের উপর গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের  ফটকে এ মানববন্ধন করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে আহতের স্বজনরা। এতে নারী, শিশু, কিশোর, যুবক, প্রবীনসহ আন্ধারকোঠা, জয়নগর, কুঠিবাড়ী ও মিয়াহাটি এলাকার সকল শ্রেণী পেশার  মানুষ অংশগ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান মানববন্ধনকারীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, এঘটনার মূল আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই মঙ্গলবার আন্ধারকোঠা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে প্রতিপক্ষের গুলিতে সাবেক ছাত্রসমাজ নেতা শাহাদাত দেওয়ান (৩৮) ও তার ভাবি মাসরুফা বন্যা (২৭) গুলিবিদ্ধ হয়। আহতরা এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে । তাদের মধ্যে শাহাদাতের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।  

অন্য খবর  উপজেলা নির্বাচনের আগে বিশেষ সাক্ষাতকারে ইঞ্জিনিয়ার মেহবুব

এবিষয়ে নবাবগঞ্জ থানায় এজাহার নামীয় ১১জনসহ অজ্ঞাত আরো ১৫ জনের নামে মামলা হয়। এঘটনার পরপরই গুলিবর্ষণকারী আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ।

আপনার মতামত দিন