জ্ঞানের আলো দিয়েই সমাজকে আলোকিত করতে হবে: ডিএন কলেজে সালমা ইসলাম

266

নিউজ৩৯♦ শিক্ষার্থীরাই হবে আগামী প্রজন্মের পথপ্রদর্শক। সেই লক্ষ্যকে সামনে রেখে জীবনের ভিত্তি দাঁড় করাতে হবে। সোমবার দুপুর ১২টায় দোহার-নবাবগঞ্জ কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে একাদশ শ্রেণীর পরিচিতি ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সালমা ইসলাম বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ও জ্ঞানের আলো দিয়েই এ সমাজ আলোকিত করতে হবে। তাই জীবন গড়তে শিক্ষায় মনোযোগী হতে হবে। কলেজ আঙিনায় মুক্ত বিহঙ্গের মতো বিচরণ করলেই হবে না। উচ্চশিক্ষার দাঁড় উন্মোচন করার এখনই সময়। তাই ভালো ফলাফলের মাধ্যমে এ কলেজের সুনাম রক্ষায় এবং পরিবার ও সমাজের উন্নয়নে প্রস্তুতি নিতে হবে। তাহলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যাবে। সুশিক্ষা অর্জন করে সমাজকে আলোকিত ও উজ্জ্বল করে গড়ে তুলতে পারলেই তোমাদের জীবন সার্থক হবে।

তরুণদের একটি অংশের মাদকে আসক্ত হয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, হতাশা-যন্ত্রণা থেকে মুক্তি পেতে মাদক কোনো সমাধান নয়। এই বিষের হাত থেকে দূরে থাকতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদককে প্রতিরোধ করতে হবে। নিজের জীবন, রাষ্ট্র ও সমাজকে ক্ষতি করে এমন কাজ পরিহার করে সুন্দও, সুশৃংখল কর্মজীবন গড়ে তুলতে হবে। তবেই সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব হবে।

অন্য খবর  নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামী লীগের কর্মী

অনুষ্ঠান শেষে সালমা ইসলাম দোহার-নবাবগঞ্জ কলেজের তিনতলাবিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, গভর্নিং বডির সদস্য খান ইফতেখার আল ফারুকী, এমএ জলিল, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, এমএ মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, নাহিদুল ইসলাম নাদিমসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন