শ্রীনগরে আরাম বাস দুর্ঘটনা: ৩ শিশু আহত

457

এম,এ,সবুজ♦ শনিবার সকালে আরাম পরিবহনের একটি বাসের ধাক্কায় তিন শিশু আহত হয়। শ্রীনগর উপজেলার জাহানাবাদ গ্রামে শনিবার সকাল ৭.৪৫ মিনিটে দোহার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আরাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ ১৪-০৭০০) কাদেরের দোকানের সামনে এলে স্কুলগামী ৩  শিশুকে ধাক্কা দেয়। এরা হল মীম(৬) , ফাতেমা (১১), শাহিন(১৫) । এদের মধ্যে ফাতেমা গুরুতর আহত হয়। সে মাথায় ও মুখে আঘাত পেয়েছে।

এলাকাবাসী বাসটিকে আটক করলেও বাস চালক ও হেলপারকে আটক করতে পারে নি।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সকাল শিশু তিনটি স্কুলে যাওয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে থাকে। এ সময় আরাম বাস দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশুদের উপর দিয়ে চালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহতদের ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে যায়। এসময় এলাকার বিক্ষুব্ধ জনগণ রাস্তা অবরোধ করে রাখে। পরে বাসপরিবহনের মালিকদের অনুরোধে বেলা ১.00 টার দিকে অবরোধ তুলে নেয়।

সকালে নিউজ ৩৯ এর রিপোর্টার তথ্য নিতে গেলে এলাকার জনগণ রিপোর্টারের ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে তাদের সাথে কথা বলার পর তারা ক্যামেরা ফেরত দেয়।

আপনার মতামত দিন