দোহারে – নবাবগঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

122

জুবায়ের শরীফ ও তৌহিদুল ইসলাম নিউজ৩৯ঃ ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলায় গরিব ও অসহায় পরিবারের মাঝে কয়েক দফায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ ৮ই মে শুক্রবার দোহার ও নবাবগঞ্জে প্রায় ৫০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। মেজর রাশাদ বিন কালামের নেতৃত্বে সেনা সদস্যগণ প্রতিটি বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।

সারা দেশের মত দোহার ও নবাবগঞ্জেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলশ্রুতিতে চলমান লকডাউন এর কারণে সাধারণ জনজীবন অনেকটাই বিপর্যস্ত। এর ফলে চরম বিপাকে পড়েছেন দোহার ও নবাবগঞ্জ এর নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। নানা শ্রেণী পেশার মানুষ কাজ হারিয়ে এক প্রকার অসহায় অবস্থায় জীবন যাপন করছে । স্বাভাবিক আয়ের উৎস চলমান না থাকা এবং সামান্য জমানো অর্থ শেষ হয়ে যাওয়ায় ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে এসব পরিবারের অনেক সদস্যরা। তাই এই অসহায় মানুষগুলোর কষ্ট দূরীকরণে ও তাদের মুখে হাসি ফুটানোর লক্ষে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

অন্য খবর  ইছামতি নদীতে আগে লঞ্চ চলত, এখন মশার ডিপো

এই কঠিন সময়ে ত্রাণ পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।

আপনার মতামত দিন