ঠান্ডায় দোহার-নবাবগঞ্জের জনজীবন বিপর্যস্ত

288
ঠান্ডায় দোহার-নবাবগঞ্জের জনজীবন বিপর্যস্ত

পৌষ মাসের শুরুতেই কনকনে ঠান্ডায় কেঁপে ওঠেছে দেশ, স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাদ পড়ে নি দোহার-নবাবগঞ্জের জনজীবনও। একদিকে কনকনে বাতাস এবং অপর দিকে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখাই মিলছে না।

মাঝে মধ্যে সূর্য্য উঁকি দেয়ার চেষ্টা করলেও তার তেজ একেবারে নেই বললেই চলে। দিনের অধিকাংশ সময় কুয়াশার চাদরে মোড়ানো থাকছে আকাশ। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করে দোহার- নবাবগঞ্জ এর যানবাহন ।

এছাড়া কুয়াশার জন্য দোহার- নবাবগঞ্জ এর বাজার গুলোতেও তেমন কোনো ভীর দেখা যায় নি। যাদের অতি প্রয়োজন তারাই শুধু ঘর থেকে বের হয়েছে। তাছাড়া দোহারের জয়পাড়া বাজার ও নবাবগঞ্জের দোকান গুলোও তেমন সকালে খুলে নাই। বেশীর ভাগ দোকান গুলো ১০:৩০ এর পরে খোলা হয়েছে । এই কুয়াশার কারনে বিপর্যস্ত পড়েছে জন জীবন।

এদিকে প্রয়োজনীয় শীতবস্ত্রের পরে রিক্সা চালকেরা রিক্সা চালায় আর অটো রিক্সা চালকেরাও দাড়িয়ে থাকে যাত্রীর জন্য কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী তেমন কোনো যাত্রী পায় নি এই ঘন কুয়াশার কারনে।

আপনার মতামত দিন