৬ জানুয়ারি গ্যাডের মেধাবৃত্তি প্রদান

293
৬ জানুয়ারি গ্যাডের মেধাবৃত্তি প্রদান

আগামী ৬ জানুয়ারি ২০১৮ শনিবার ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমানকে প্রধান অতিথি করে মেধা বৃত্তি প্রদান করবে গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহার(গ্যাড)। গ্যাডের নব নির্বাচিত কমিটি দোহারের নারিশা ইউনিয়নের কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মেধাবৃত্তি প্রদান করবে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পর্যায়ে যারা A+ পেয়েছে তাদেরকে এই মেধা বৃত্তি প্রদান করা হবে। যদি কেউ রেজিস্টেশনে বাদ পরে গিয়ে থাকেন তাকে তার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষ এর মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ করতে হবে ডাঃ আব্দুর রাজ্জাক(দপ্তর সম্পাদক-  গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহার), মোবাইলঃ ০১৭১১-৪৬২০১৬।

আপনার মতামত দিন