২০১৯-২০ শিক্ষা বর্ষে ঢাবিতে ভর্তি পরীক্ষা হবে লিখিত ও এমসিকিউ

462

২০১৯-২০ শিক্ষা বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি পরীক্ষা নেয়া হবে লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে। প্রশ্ন লিখিত ও এমসিকিউ দুই পদ্ধতিতে থাকবে। তবে কোন অংশে প্রশ্ন কেমন থাকবে তা এখনো জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার জাতীয় দৈনিকে দেয়া এক বিজ্ঞপতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভর্তিতে জালিয়াতি ঠেকাতেই এবং আরো মেধাবী শিক্ষার্থী নিতেই এই পদ্ধতি সুপারিশ করেছে ঢাবি ভর্তি পরীক্ষা ও ডিন কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী (মঙ্গলবার) ৩১ জুলাই বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে রোববার (২৬ আগস্ট) রাত ১২টা পর্যন্ত।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শুক্রবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন