২ শিক্ষকের হাতাহাতি: শিক্ষক দিবসে জয়পাড়া মডেলে ছাত্রদের বিক্ষোভ মিছিল

1908
২ শিক্ষকের হাতাহাতি: শিক্ষক দিবসে জয়পাড়া মডেলে ছাত্রদের বিক্ষোভ মিছিল

আজ বিশ্ব শিক্ষক দিবস। অথচ ২ শিক্ষকের হাতাহাতির কারণে আজ সকাল ৯টায় জয়পাড়া মডেলে ছাত্রদের বিক্ষোভ মিছিল। মিছিলটি জয়পাড়া উপজেলা সড়ক প্রদক্ষিণ করে স্কুলে ফিরে আসে।

জানা যায়,  গতকাল তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে জয়পাড়া মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের মাঝে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বিশ্বস্ত সূত্র জানা গেছে, এক ছাত্র দেরীতে আসায় ক্লাশ শিক্ষক তাকে বের করে দেন। এতে পরবর্তীতে ঐ ছাত্রের অভিভাবকের সাথে প্রধান শিক্ষক বাক বিতন্ডতায় জড়িয়ে পড়েন। এই সময় প্রধান শিক্ষক কতিপয় শিক্ষককেও ‘দায়িত্বহীন’ বলে মন্তব্য করলে সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান তার প্রতিবাদ করেন। এই প্রতিবাদকে কেন্দ্রকে ২ জনের মাঝে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়।

গতকাল স্কুল কতৃপক্ষ বিষয়টি সুরাহার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। এদিকে নজরুল ইসলামের সাথে অসদাচারণের প্রতিবাদে আজ ছাত্ররা ক্লাশ বর্জন ও বিক্ষোভ মিছিল করে প্রধান শিক্ষক আব্দুল খালেকের অপসারণ ও বিচার দাবী করে। এখনো স্কুলে জটলা রয়েছে।

আপনার মতামত দিন