নবাবগঞ্জের হরিস্কুল গ্রামে এসএসসি পরিক্ষার্থী খুন

651

আবু নাঈম মোঃ তাইমিয়া ♦  নবাবগঞ্জের উপজেলার হরিস্কুল গ্রামের এসএসসি পরিক্ষার্থী স্বপন বিশ্বাসকে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার পর নবাবগঞ্জ থানা পুলিশ হত্যার সথে জরিত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, গত শুক্রবার উপজেলার ইউনিয়নের হরিস্কুল গ্রামের তরুনী বিশ্বাসের ছেলে চলমান এসএসসি পরিক্ষার্থী স্বপন বিশ্বাস (১৮) একই ইউনিয়নের নবগ্রাম গ্রামে তার ফুফুর মেয়ের বিয়েতে যায়। সেখানে রাত আনুমানিক ১২ টার দিকে তার প্রতিবেশী নেশাগ্রস্ত রুবেল মজুমদার, গোবিন চান বিশ্বাস, শংকর ফকির, পীযূষ বিশ্বাস তাকে তার পিসিবাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির পাশের নির্জন স্থানে গিয়ে তাকে ছুরি দিয়ে কোপাতে থাকে। তার চিৎকারের ফলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তখন সন্ত্রাসীরা স্বপনকে ফেলে রেখে পালিয়ে যায়।

আপনার মতামত দিন